পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । “এই অনুরাগে স্মৃষ্টি প্রকৃতির, “এই অনুরাগে দাসী বেঁচে রয় । “এই অনুরাগে শোভিতেছে নিষ্ঠ। * "সীর গলায় পুষ্প-তারাহীর । “এই প্রেম-বহ্নি জ্বলিছে হৃদয়, “উজুলিছে বক্ষে প্রেম-পারাবার । “রবি, শশী, তারা, ভূধর, সাগর, *জলস্থল-কণা এই প্রেমময় : “এই অনুরাগ নাহি থাকে ধাদ “মরিবে এ দাসী, হইবে প্রলয় । y * *নাহি কুল, নাথ, তব এ দাসীর, “পুরুষে প্রকৃতি হয়েছে লয় । *নাহি তার, প্ৰভু ! মান-অভিমান,

  • অত্রাস্ত তোমার সেবায় রয় { -উলঙ্গ প্রকৃতি, নাহি দ্বিধা-জ্ঞান ; , “নাহি লজ্জা, সদা পবিত্রতাময়। “বেই পথে বল, চলে সেই পথে, যেইরূপে গড়, সে রূপ হয় । “দিয়েছ অভয়, নাহি তার ভয়, “অশনি-বিদ্যুৎ খেলিছে বুকে ; “কত সৌর-রাজ্য, আগ্নেয়-ভূধর, “লইয়া ছুটেছে অনন্ত-মুখে ।

• “তুমি বিন আর, কি ধন তাহার “আছে ,তুমি এক দ্বিতীয় নাই।