পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 à 8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । • ষাহার সঙ্গীত-স্বরে জাহ্নবী-জীবন নাচত উল্লাসে, আজি সেকেন এমন ? কল্পনে ! চঞ্চল চপলালোকে চল এক বার, যাই স্বরপুরী-সম শেঠের ভবনে, ভারতে বিখ্যাত যেন কুবের-ভাণ্ডার ; অচলা কমলা যথা হীরক-আসনে । যথায় সঙ্গীত-শ্রোত বহে অনিবার কামিনী-কোমলকণ্ঠে, জিনিয়া স্বশ্বরে কোকিল-কাকলী, কিংবা স্থতার সেতার, বরধি অমৃতধারা শ্রবণ-বিবরে । }} অন্ধকারে সাবধানে শঙ্কিত অন্তরে, চল যাই কি আমোদ দেখি সেই ঘরে। একি ! ! নীরব সেতার, বীণ, মধুর বঁাশরা ! পাখোয়াজ, মেঘনাদে গর্জে না গভীর। নৈশ-ৰাঁরদের মালা আবাহন করি, কেহ নাহি গায় মেঘমল্লার গম্ভীর । । অন্ধকারে স্বারে দ্বারে কৱিছে ক্ৰমণ ; , একটা কপাট কোথা নাহি অনল, একটা প্রদীপ কোথা জলে না এখন। তিমিরে অদৃপ্ত গৃহ, প্রাচীর, প্রাদণ ; বোধ হয় ঠিক যেন বিরল বিজন। '