পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ । তুরূহ ভাবনা যেন ভাবিতেছে মনে, শ্বেত শ্মশ্ৰ-রাশি দীর্ঘ চুম্বিছে চরণ। ক্ষণে চাহে শূন্ত পানে, ক্ষণে ধরাতল, সুদীর্ঘ নিশ্বাসে শ্মশ্র করে দলমূল । >领 দেশদেশাস্তর হ’তে ইহার সকল, সমবেত কেন এই নিভৃত মন্দিরে ? বঙ্গের যে কটা তারা নিৰ্ম্মল, উজ্জ্বল, কি ভাবনা-মেঘে সব ঢেকেছে অচিরে ? সৈবিস্ত্রীস্বরূপ বঙ্গে, পাপ-কামনায় করেছে কি অপমান কীচক-যুবন । কেমনে উচিত দণ্ড দিবেন তাহা, তাই কি মন্ত্রণ করে ভ্রাত পঞ্চজন ? অথবা রাজ্যের তরে বিষাদিত মনে, ভাবিছে কি কৃষ্ণ সহ বসি তপোবনে ? { কোন ব্রতে ব্ৰতী আজি কে বলিবে হয় ? কি বর মাগিছে সবে গুণমার চরণে, সামান্ত লোকের মন কহা নাহি যায়, রাজাদের কি কামনা বলিব কেমনে ? -ওই দেখ— স্বদীর্ঘ নিশ্বাস ছাড়ি তুলিয়া বদন, বষ্টের স্বপন যেন, হলো অপস্থত, সঙ্গীদের মুখপানে করি নিরীক্ষণ, কহিতে লাগিল মন্ত্রী নিজ মনোনীত।