পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪২ • নবীনচন্দ্রের গ্রন্থাবলী । পোষে না কি, পোষে না কি কালবিষধর, বুদ্ধির কৌশলে ?—তবে কেন হেন ভুল ? ধৰ্ম্মনীতি, রাজনীতি, পুণ্য-পাপ-ভয় সবে মিলি কর যদি হৃদয়ে সঞ্চার, এই ষে দুৰ্দ্দমনীয় ছাপ্রবৃত্তিচয়, । হইবে কোমল যেন কুসুমের হার । শীতল সৌরভরূপে শাস্তির বিধান হইবে সমস্ত বঙ্গে, স্বর্গের সমান । '* > -নাহি কাজ অতএব পাপ-মন্ত্রণায় ; কি কাজ পাপেতে আত্মা করি কলুষিত ! , মজিয়া মোহের ছলে, মাতি চুরাশায়, কি জানি ঘটাব পাছে হিতে বিপরীত ” এইরূপে ভবিষ্যৎ কহি মন্ত্রিবর নীরবিলা । মুহূৰ্ত্তেক নীরব সকল । নিরাশ ভাবিয়া মনে যবন পামর, প্রত্যেকের মুখপানে দেখিছে কেবল । অমনি জগৎশেঠ তুলিয়া বদন, । বলিতে লাগিল! দৰ্পে সজীব বচন । , २९ - “মন্ত্রিবর ! - - সাধে কি বাঙ্গালী মোবা চির-পরাধীন ? সাধে কি বিদেশী আলি দলি পাভরে কেড়ে লয় সিংহাসন করে প্রতিদিন অপমান শত শত চক্ষের উপরে ?