পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ। । so মৰ্ত্ত করে যদি স্থান-বিনিময়, } থাপি বাঙ্গালী নাহি হবে এক-মত ; প্রতিজ্ঞায় কল্পতরু, সাহস দুর্জয় ! কার্য্যকালে খোজে সবে নিজ নিজ পথ । ষে দিন মামুদ ঘোরি আসে সিন্ধুপার, সেই দিন হ’তে দেখ দুষ্টান্ত অপার । t ২৩ “কি আশ্চর্য মন্ত্রীর যে এই অভিপ্রায় হবে অজি, এই ভাব হবে অকস্মাৎ ! একটা কণ্টক কভু ফুটেনি যে পায়ে, সে কেন না হাসিবেক দেখি শেলাঘাত ? বিদরে হৃদয় ষার সে করে রেদিন । যেখানে অস্ত্রের লেখা ব্যথাও তথায় । ফলতঃ মন্ত্রীর এই বঙ্গ-সিংহাসন, এই সব মন্ত্রণায় তাহার কি দায় ? স্বাহার হৃদয়ে শেল, সে জানে কেমন, পরের কেবলমাত্র লৌকিক রোদন। f २ 8 w “কি বলিব মন্ত্রিবব ! বিদরে হৃদয় বলিতে সে সব কথা। তগুলোষ্ট্র-সম ধমনীতে রক্ত-স্রোত প্রবাহিত হয়। প্রতি কেশরন্ধে অগ্নিস্ফূলিঙ্গ-নিৰ্গম । হয় বিছাতের বেগে। কি বলিব জার, বেগমের বেশে পাপী পশি অন্তঃপুরে,