পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ। 8ミ@。 আশ্রয় না দিত যদি, কি দশা আমার । হ’তে এত দিনে ! মম, প্রাণের অধিক পত্নীপুত্র-বিরহেতে হয়েছি এখন, নিদাঘে পল্লব-শূন্ত তরুর মতন। ৩২ - *কলিকাতা-জয়-কালে—কাপে কলেবর অন্ধকূপ-অত্যাচার করিলে স্মরণ ; কেশরাশি কণ্টকিত হয় শিরোপর, শঙ্কিত শজারুপৃষ্ঠ-কণ্টক যেমন – কলিকাতা-জয়-কালে-, যদিও পামর পেয়ে গ্রাসে ছাড়িয়াছে পুত্র কৃষ্ণদাস, ষে দিন হইবে পাপী নির্ভয় অন্তর, uসে দিন আমার হ’বে সবংশে বিনাশ । বিপদে বেষ্টিত ব’লে মনে বড় ভয়, আপাততঃ তাই প্রাণ রেখেছে নিৰ্দ্দয় । (AL “এই ত কলির সন্ধ্যা ; প্রগাঢ় তিমিরে এখনো বঙ্গের মুখ হয়নি আবৃত । এখনো রয়েছে আলো আশার মন্দিরে, নয়ন না পালটিতে হবে অন্তহিত । এই রজনীতে যথা ঘন জলধরে অবিচ্ছিন্ন ব্যাপিয়াছে গগনমণ্ডল; এইরূপে চিন্তা-মেঘ, ভীম বেশ ধ’রে, ঢাকিবে সমস্ত বঙ্গ। দৌরাত্ম্য কেবল গভীর জলঙ্গনাদে করিরে গর্জন ;- , কার সাধ্য সেই ঝড় কৱিৰে বারণ "