পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ । সসন্ত্রমে,--“যা কহিলা সত্য, নৃপবর ! কার সাধ্য অণুমাত্র অস্বীকার করে ? যে করে সে অতি মূঢ় ! ভেবে দেখ মনে শাৰ্দ্দল-কবল-গত, কিংবা নাগপাশে বদ্ধ যেই জন হয় ! ভীষণ বেষ্টনে, নিরাপদ, বসি যেন আপনার বাসে, ভাবে সে যদ্যপি মনে, তবে এ সংসারে ততোধিক মূখ আর বলিব কাহারে ? \ .৩৭ -একে ত অদুরদর্শী নৃশংস যুবক, আজন্ম বদ্ধিত পাপে । হিংসা অহঙ্কার অলঙ্কার তার ! তাহে পথপ্রদর্শক হয়েছে ইতরমনা যত কুলাঙ্গার, নীচাশয় । ইহাদের পরামর্শে, হায়? ফলিছে বঙ্গের ভাগ্যে যে বিষম ফল, বলিতে বিদরে বুক ; যথায় তথায় হাহাকার-ধ্বনি রাজ্যে উঠিছে কেবল । নাচে অত্যাচার, করে উলঙ্গ কৃপাণ ; স্বনার বাঙ্গালা-রাজ্য হয়েছে শ্মশান । - లిy “সেই দিন মহারাষ্ট্র বিপ্লবে বিশেষ এ দেশ উপযুপিরি হয়েছে প্লাবিত। । যথা এই দক্ষাদল করেছে প্রবেশ - ভীম রোষে, দাবানল রূপে আচম্বিত, অগ্নিতে, অসিতে, অপহরণে লেশে ।