পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ। HIV . কৃষ্ণনগরাধিপের উপযুক্ত নয়। কেন মহারাজ এত হইলেন ভ্রান্ত ? কাপুরুষ-যোগ্য এই হীন মন্ত্রণায় কেমনে দিলেন সায় একবাক্যে সব, বুঝিতে না পারি আমি ; না বুঝিনু হায় ! ভবাদৃশ বীরগণ,—বীরবংশোদ্ভব— १ কেমনে হলেন হীন মন্ত্রে উত্তেজিত, আমি যে অবলা নারী, আমার ঘৃণিত । 6 o' “লক্ষ্মণসেনের সেই কাপুরুষতায় সহি এত ক্লেশ । তবে জানিলে কেমনে তোমাদের ঘৃণাস্পদ এই মন্ত্রণায় ফলিবে কি ফল পরে ? ভেবে দেখ মনে, সেনাপতি সিংহাসনে বসিবেন যবে, তিনি যদি এতাধিক হন অত্যাচারী,— ইংরাজ সহায় ভার—কি করিবে তবে ? : এ পাণ্ডিত্য আমি নারী বুঝিতে না পারি } বঙ্গভাগে এ বীরত্বে ফলিবে তখন দাসত্বের বিনিময়ে দাসত্বস্থাপন । ¢ २ o “মহারাজ ! একবার मानक्रमशन ভারতের চারিদিকে কর দরশন । মোগল-গৌরব-রবি, আরঙ্গজিব সাম: 晏 অস্তমিত ; নহে দুৰ্ব দিল্লীর পতন। । 茨、 t