পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । sa من جنيا মরালের কলরব, বিহঙ্গকৃজন, তরুতলে শূন্তমনে রাখালের গীত, বালকের ক্রীড়-ধ্বনি, শৈশবসঙ্গীত, গ্রামবাসি-কোলাহল, সাগর-গর্জন,— দুৰ্ববহ সন্ধ্যানিলে মধুর হইয়া, বিমোহিত্ত্ব করিতেছে শ্রবণর্বির ; একতানে ঝাউগণ স্বনিম্ন স্বনিয়া গাইতেছে সুললিত সঙ্গীত সুন্দর। ❖ሣ দেখিয়া শুনিয়া হলো উচাটন মন ; ঢাকিল ভাবনা-মেঘে হৃদয়-আকাশ ; বহিল পাষাণভেদী সুদীর্ঘ নিশ্বাস ; হইল পদ্মিনী-প্রায় মলিন বদন । গুই এক অশ্রু বিন্দু পাষণে ঝরিয়া শোভিল পঙ্কজভ্ৰষ্টনীহার পাতায় ; কি ভাবনা ? কেন অর্জ ? কাহার লাগিয়া ? আছে কিহে মনে নাথ ! বলেছি তোমায় ? vy মনোদুঃখে আলাপিয়া মধুর মূলতান, গাইতেছি উচ্চস্বরে মুদিত নয়ন ; ভাবিতেছি হবে মম অরণ্যে রোদন, শুনিছে নিৰ্ব্বাক তরু নিরেট পাষণ। নীরবিন্থ যবে ধীরে সাজিয়া সঙ্গীত, ফুটিল কপালে এক সুখদ চুম্বন মেলিমু নয়ন ভয়ে হয়ে চমকিত, যে মূৰ্ত্তি ভাবিতেছিন্থ দেখি তখন।