পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ○" নবীনচন্দ্রের গ্রন্থাবলী | প্রজ্বলিত হয় যদি সমুদ্রের জল, কে বল এ বঙ্গদেশ করিবে নিস্তার ?” এই সংস্কার তার ছিল চিরদিন, অচিরে ভারত হবে বৃটিশ-অধীন। ఆ: *বাণিজ্যের ব্যবসায়ে, নবাব-ছায়ায়, এতই প্রভাব যার, ভেবে দেখ মনে, নবাব অবর্তমানে এই বাঙ্গালায় কে আণটিবে তার সনে বীর-পরাক্রমে ? মেঘাবৃত রবি যদি এত তপ্ত, হায় ! মেঘমুক্ত হবে কিৰা তেজস্বী বিপুল । স্বাধীনতা-অাশালতা, মুকুলিত প্রায় । ভারত-হৃদয়ে যাহা, হইবে নিন্মুল, প্রভাবে তাহার ঃ নাহি জানি অতঃপর ‘ উঠিবে কি মহাঝড়”—এ কি ভয়ঙ্কর ।” - స్క్రీలి কড় কড় মহাশৰো বিদারি গগন, জিনি শত সিংহনাদ, সহস্ৰ কণমান, অদূরে পড়িল বঙ্গ, ধাধিয়া নয়ন। গরজিল ঘন, ধরণ হ’ল কম্পমান । সেই ভীম মন্দ্র, রাণী ভবানীর কাণে প্রবেশিল , বলিলেন—-এ কি ভয়ঙ্কর । শুই গুন, মহারাজ বসিয়া বিমানে কহিছেন ও কি কথা অভ্রান্ত ভাষায় । । দেখি কি অমল-লেখা আকাশের গায় !