পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ । . છ9 - -অতএব মহারাজ । এই মন্ত্রণায় নাহি কাজ ; ষড়যন্ত্রে নাহি প্রয়োজন । শীতলিতে নিদাঘের অতিপ-জ্বালায় অনল-শিখায় পশে কোন মূঢ় জন ? “রাণীর কি মত ?”—শুন আমার কি মত - ইন্দ্রিয়-লালসা-মত্ত সিরাজদ্দৌলায় রাজ্যচু্যত করা নহে আমার আমত, ( আহ । কিন্তু অভাগার কি হবে উপায় ) নিশ্চয় প্রকৃত রোগ হয়েছে নির্ণয়, কিন্তু এ ব্যবস্থা মম মনোমত নয় । ుళ "মামা র কি মত ? তবে শুন মহারাজ : অসহ দাসত্ব যদি, নিস্কোষিয়া অসি, সাজিয়া সমর-সাজে নৃপতি-সমাজ প্রবেশ সম্মুখরণে ; যেন পূর্ণ শশী, বঙ্গ-স্বাধীনতা-ধ্বজ বঙ্গের আকাশে । শত বৎসরের ঘোর অমাবস্তা পরে : "" হাস্থক উজলি বঙ্গ । এই অভিলাষে . কোন বঙ্গবাসি-রক্ত ধমনী-ভিতরে । নাহি হয় উষ্ণতর ? আমি যে রমণী, . o . বহিছে বিছ্যুৎ-বেগে আমার ধমনী । , -ইচ্ছা করে এই দণ্ডে ভীম অলি করে,