পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

용3 • নবীনচন্দ্রের গ্রন্থাবলী পরদুঃখে সদা মম হৃদয় বিরে, সহি কিসে মাতৃদুঃখ ? সত্য, শেঠবর : বঙ্গমাত উদ্ধারের পন্থা সুবিস্তার রয়েছে সম্মুখে ছায়াপথের মতন ; হও অগ্রসর, নহে করি পরিহার, জঘন্ত দাসত্ব-পথে কর বিচরণ। প্ৰগলভত মহারাজ ! ক্ষম অবলার, ভয়ে ভীত যদি, আমি দেখাব—আবার ” ●ፃ আবার ভীষণ নাদে অশনি পতন ; আবার জীমূতবৃন্দ গৰ্জিল ঘর্ঘরে ; বহিল ভীষণ-বেগে ভীম প্রভঞ্জন ;

  • দূর হতে হুঙ্কারিয়া মহাক্রোধ-ভয়ে

বারিধারা রণক্ষেত্রে করিল প্রবেশ ; উঠিল তুমুল ঝড় ঝটুকায় ঝটুকীয় কঁপাইয়া অট্টালিকা তরু-নিৰ্ব্বিশেষ, বৃণহত মহীরুহ উপাড়ি ধরায় । ছুটিল বিদ্যুৎ-বেগে ঝলসি নয়ন, আলোবিয়া মুহমুহ প্রকৃতি ভীষণ । প্রথম সর্গ সমাপ্ত।