পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ । 88今 যুঝিল ত্রেতায় বীর অঞ্জনাতনয়, নীল সিন্ধু সহ, ডরি স্বগ্রীব বানরে। ঘৰ্ম্মসহ অশ্রুবিন্দু বহে দর দর, ভাবিতেছে এই পদ ত্যজিবে সত্বর ! X & না জানি কি ভবিষ্যৎ, আশ মায়াবিনী ! চিত্রিলে নয়নে তার ; মুছি ঘৰ্ম্মজল, মুছি অশ্রজল, পুনঃ লইয়া লেখনী, আরম্ভিল মসীযুদ্ধ হইয়া সবল । নবীন প্রেমিক ওই বসিয়া বিরলে, না পেয়ে প্রিয়ার পত্রে তব দরশন, নিরাশ প্রণয়ে ভাসে নয়নের ভলে, ভঙ্গ-প্রায় অভাগার প্রণয়-স্বপন । শুনিয়া তোমার মৃদ্ধ স্বমধুর ভাষা, বলিল নিশ্বাস ছাড়ি—“না ছাড়িব আশা ” ծ ց যথা যবে বহে বেগে ভীম প্রভঞ্জন, সামান্ত সরসীনীর হয় হিল্লোলিত ; আসন্ন আহবে ক্ষুদ্র পদাতিক মন করেছে তেমতি হয় আজি উচ্ছ্বসিত ! কিংবা সৌরকর যথা মুকুটরতন ' রচি ইন্দ্রচাপে, রঞ্জে নীল কাদম্বিনী ; তেমতি সৈন্সের স্নান বিষাদিত মন ছলে হাকাজ, চিত্রে আশা মায়নি। হয় যদি ইহাদের দ্বরাশ পূরণ, । কত পর্ণগুই হবে রাজার ভবন ।