পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ । sss গম্ভীর মুখশ্ৰী, কিন্তু বদনমগুলে নাহি সুরূপের চিহ্ন ; মনোহারিতায় নাহি রঞ্জে শ্বেত কাস্তি ; অথচ যুৱার সৰ্ব্বাঙ্গ সৌষ্ঠবময় । প্রশস্ত ললাট বীরত্বের রঙ্গভূমি, জ্ঞানের আধার। বক্ষঃস্থল যেন যমপুরীর কপাট,--- প্রশস্ত মৃদুড় ; বহে তাহার ভিতর দুরাকাঙ্ক্ষা, দুঃসাহস, স্রোতঃ ভয়ঙ্কর } Հe যুগল নয়ন জিনি উজ্জ্বল হীরক আভাময় ; অস্তর্ভেদি তীব্র দৃষ্টি তার স্থির, অপলক, দৃঢ়-প্রতিজ্ঞা-ব্যঞ্জক । যে অসম সাহসাগ্নি হৃদয়ে তাহার জলে, যথা অগ্নিগিরি অস্তঃস্থ অনল, প্রদীপ্ত নয়নে সদা প্রতিভা তাহার— ভুবনবিজয়ী জ্যোতি:—বরষে গরল শত্রুর হৃদয়ে ; কিন্তু কখন আবার, সে নেত্রনীলিমা, নীল নরকাগ্নি মত, দেখায় চিত্তের সুপ্ত ফুপ্তপ্রবৃত্তি যত । - নীরবে, নির্জনে, বীর বসি তরুতলে – অর্থহীন উর্দ্ধবৃষ্টি। বোধ হয় মনে ভেদিয়া গগন দৃষ্টি কল্পনার বলে ভবিঙব্যতার ঘোর তিমির ভবনে প্রবেশিয়া,চেষ্টিতেছে দূর ভবিষ্যৎ । নিরখিতে। নিরখিতে,-যেই জ্বরাচার; 站