পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । লভিয়াছি যবে এই মানব-জীবন, মৃত্যু ত আমার পক্ষে নিয়তি কেবল ! কিন্তু যদি আমাদের হয় পরাজয়, বাঙ্গণলার স্বর্ণ-প্রস্থ বাণিজ্যের আশা ডুবিবে অতল জলে ঘুচিবে নিশ্চয় ইংলণ্ডের আস্তরিক রাজ্যের পিপাস । শক্ৰশ্রেষ্ঠ পরাতলে পতিত দেখিয়া, দক্ষিণে ফরাশি-সিংহ উঠিবে গর্জিয়া ૨૧ . “কিস্ত হস্তচু্যত পাশ হয়েছে যখন , কি হবে ভাবিয়া এবে ? কে কবে ভাবিয়া আজি জানিয়াছে, কালি কি হবে ঘটন ? যা আছে অদৃষ্টে আর দেখি পরীক্ষিয় । দুইবার যমদণ্ড হানি শিরো পরে নিজ হস্তে না মরিস্থ ; না মরিস্থ হয় ! অব্যর্থ-সন্ধানী সেই সৈনিকের করে ; মরিতে কি অবশেষে,--বুক ফেটে যায় — নরাধম কাপুরুষ যবনের করে ? মরিলেও এই চুঃখ থাকিবে অস্তরে । &br 3. “সেই দিন প্রভঞ্জন-পৃষ্ঠে আরোহিয়া, পশিল্প সাহসে যবে আর্কট নগরে : বজাঘাত, ঝঞ্জাবাত, ঝড়ে উপেক্ষি যা পশিহু বিছ্যৎবেগে ঘুর্গের ভিতরে বীরত্ব দেখিয়া ভয়ে দুর্গবাসিগণ , , পলাইল বিনা যুদ্ধে —কুরঙ্গ ধেমতি ।