পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ । - 8@ ● যুথমধ্যে ক্রুদ্ধ সিংহ করি দরশন ;— মুহূৰ্ত্তেকে হইলাম দুর্গ-অধিপতি ! সেই দিন ৰঞ্জ নাহি পড়িল মাথায় ; , ; শত্রুর কৃপাণ নাহি পশিল গলায় । శిసె “কিংবা পঞ্চাশ ২ দিন আক্রমণ পরে, —স্মরিলে সে কথা, রক্তে বিস্থ্যং খেলায় । হোসেনের মৃত্যুদিন উপলক্ষ করে, উন্মত্ত যবন-সৈন্ত করিয়া সহায়, পশিল কর্ণাটরাজ নিশীথ সমরে । পঞ্চশত সৈন্তে, দশসহস্র সেনায় * বিমুখিচু সেই দিন, তুলিমু বিমানে বৃটিশের সিংহনাদ ৰূপায়ে ‘রাজায়’; মরিতে কি এই ভীরু নবাবের করে ? ন—ত নয় ! আছে মম এই হস্তোপরে 3. ہ نگا অন্ধকূপহত্য প্রতিবিধানের ভার ; রক্ষিতে ভারতবর্ষে বৃটিশ-গৌরব, দণ্ডিয়া নবাবে । হেন উদেখা যাহার তার কাছে কি অসাধ্য কিবা অসম্ভব ? অবশু পশিব রণে, জিনিব সমর ; অবশ্য সিরাজদৌল পাবে প্রতিফল : “হও অগ্রসর, রণে হও অগ্রসর’— আমাৰ অন্তর-আত্মা কহিছে কেবল । না জানি কি মহাশক্তি অস্তরে আমার আবিষ্ণুত আজি, আমি ইঙ্গিতে তাহার