পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচক্সের গ্রন্থাবলী । অপূর্ব খচিত চারু কুহুম রতনে,— চির-বিকসিত পুষ্প, চির-আবাসিত। বামার স্বরভি শ্বাস, কুস্কম-সৌরভ, * প্রাণে মর অমরত করে অনুভব । - - ومخزن ঝলসিছে শীর্ষেপরি কিরীট উজ্জ্বল, নিৰ্ম্মিত জ্যোতিতে, জ্যোতিৰ্ম্মালায় খচিত, জ্যোতিরত্নে অলস্কৃত, জ্যোতিই সকল ; জ্বলিছে হাসিছে জ্যোতিঃ চিরপ্রজলিত । উজ্জ্বল সে জ্যোতিঃ, জিনি মধ্যtহ-তপন ; অথচ শীতল যেন শরদ চন্দ্রিমা ; * যেমন প্রখর তেজে ঝলসে নয়ন, তেমতি অমৃতমাখা পূর্ণ মধুরিমা । ক্লাইব মুদিত নেত্রে জাগ্ৰত স্বপনে, i. ভুবন-ঈশ্বরী-মূৰ্ত্তি দেখিলা নয়নে । ·ථාණු - বিস্মিত ক্লাইবে চাহি সম্মিত বদনে, আরম্ভিলা স্বরবালা—“কি ভয় বাছনি ?”-- রমণীর কলকণ্ঠ সায়াহ-পবনে বহিল উল্লাসে মাতি, সেই কণ্ঠধ্বনি শুনিতে জাহ্নবীজল ৰহিল উজান ; মুহূৰ্ত্ত করিতে সেই স্বরস্থধা পান । সঞ্জীবনী স্থধারাশি সমস্ত শরীরে প্রবেশিল ক্লাইবের, বহিল সে ধ্বনি । আনন্দে-ধমনী-ক্ষোতে ; বাজিল অমনি