পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । 8% १२ রাজার নন্দিনী সেই রাজার গৃহিণী, জানিত কি বনবাস, ললাট-লিখন ? জানিত কি নিরাশায় যাইবে জীবন ? ' আয়েয অবলাকুলে চির অভাগিনী ? শ্মশানে কাটিতে হায় ! নেবে প্রাণপতি, জানিত কি তপস্বিনী কপালকুণ্ডল ? দুঃখিনীর পরিণামে এই হবে গতি, জানিত কি প্রাণনাথ ! অবোধ অবলা ? 8చి এত যত্নে পত্নী-ভাবে করিয়া গ্রহণ, কোন দোষে বিসৰ্জিলে স্থিতি অনলে ? অবলজীবনতরি, প্রেমসিন্ধুজলে ভাসাইয়া কেন নাথ ! করিলে গমন ? যদি দাসী কোন দোষে দোষী ও চরণে, আমূল ছুরিকা কেন বসালে না বুকে ? তা হলে তো অনুতাশ্ব অনন্ত দংশনে দহিত না, যাইত না, চাজীবন দুঃখে । - 없 বিদ্বান আদর্শ তুমি ; পীর-অলঙ্কার ; সঙ্গীত-সুধার সিন্ধু ; শিল্লির সোহাগ ; দয়ার দক্ষিণ-হস্ত ; দেশ অনুরাগ প্রজ্বলিত ছিল নাথ ! হৃদয়ে তোমার যশের আকর তুমি ; গাম্ভীর্য্যে জলধি ; পরদুঃখে দুঃখী মন আর্দ্র নিরস্তুর ; স্নেহ-জলে নেত্রদ্বয় সিক্ত নিরবধি, গৌরবব্যঞ্জক তব ললাট সুনার ।