পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ના নৰীনচন্দ্রের এস্থাবলী । করিবে না রক্তপাভ ; দ্বিতীয় বাবর, ভারতের রঙ্গভূমে হইয়া উদয়, অভিনব রাজ্য নাহি করিবে স্থাপন । কিংবা অতিক্ৰমি দূর হিমাদ্রি-কাস্তার, দিল্লীর ভাণ্ডাররাশি করিতে লুণ্ঠন, ভীম বেগে দস্থ্যস্রোতঃ আসিবে না আর ভারতের ইতিহাসে উপস্থিত প্রায় অচিন্ত, অশ্রুত, এক অপূৰ্ব্ব অধ্যায়। 8 > “অজ্ঞাতে ভারতক্ষেত্রে কিছু দিন পরে যেই মহাশক্তি, বাছা, করিবে প্রবেশ, মেঘবং শুঙ্খলিবে দিল্লীর ঈশ্বরে । । ভেয়াগিয়া রঙ্গভূমি ছাড়ি রণবেশ , ভয়ে মহারাষ্ট্র-সিংহ পশিবে বিবরে । যেমতি প্রভাতরবি ভেদিয়া তুষার যতই উঠিতে থাকে গগন উপরে ততই পাদপছায়া হয় থৰ্ব্বাকার ; তেমতি এ শক্তি যত হইবে প্রবল, ভারতে ফরাশি তত হবে হতবল । g之 “তুমি সে শক্তির মূল, আদি অবতার। হইও না চমৎকত, cক্তবে না বিস্ময় ; ভারত অদৃষ্টচক্র, কৃপণে তোমার সমৰ্পিত ; যেই দিকে তব ইচ্ছা হয় । ঘুরিবে ফিরিবে চক্ৰ তব ইচ্ছামত ।