পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ । 8* > উদিবে যে তীব্র রবি ভারত-অম্বরে ভাতিবে ধবলগিরি, সমুদ্রের তল । কঙ্কলবিশিষ্ট পূর্ব নৃপতি সকল ঘুরিবে বেষ্টিয়া সেীর উপগ্ৰহ মন্ত ; অশু রাহুগ্ৰস্ত হয়ে দুৰ্দ্দাস্ত মে{গল, ছায়া কিংবা স্বপ্নে শেষে হবে পরিণত । বিক্রমে শৰ্দ্দল মেষ, অহিংস অস্তরে, নিৰ্ভয়ে করিবে পান একই নিঝরে । - 8* *ধর, কুৎস ! এই দ্যায়পরতা-দৰ্পণ, বিধিকৃত, বৃটিশের রাজ্য নিদর্শন ! যত দিন পূৰ্ব্ব রাজ্যে বৃটিশ-শাসন থাকিবে অপক্ষপাতী বিশদ এমন, তত দিন এই রাজ্য হইবে অক্ষয় । এই মহারাজনীতি মোহান্ধ ষবন জুলিয়াছে, এই পাপে ঘটিছে নিরয় ; এই পাপে কত রাজ্য হয়েছে পতন ! ভীষণ সংহার অসি রাজ্যের উপরে ঝে'লে সুক্ষ স্তণয়-স্থত্রে বিপতার করে 轮窃 “যপনের অত্যাচার সহিতে না পারি হতভাগ্য বঙ্গবাসী –চিরপরাধীন— লয়েছে আশ্রয় তব, দমি অত্যাচারী, ষেই ধুমকেতু বঙ্গ-আকাশে আসীন, স্বৰ্গচ্যুত করি তারে নিজ বাহুবলে, শত্তির শরদ শশী করিতে স্থাপন ।