পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ । 8'II é २ ভাঙ্গিল বিস্ময়-স্বপ্ন ; মেলিলা নয়ন । নাহি সে ভালোকরাশি, নাহি বিদ্যমান আলোকমণ্ডিত সেই রমণীরতন,— নিৰ্ম্মল আলোকে শ্বেতভুজা অধিষ্ঠান । স্বৰ্গীয় সৌরভ আর না বহে পবনে, স্বগীয় সঙ্গীত-মুধা না হয় বর্ষণ, • আর সেই মানচিত্র না দেখে নয়নে, মুষ্টিবদ্ধ করে মীর নাহি সে দর্পণ । থাকে না,তী নর করে, থাকিলে কি আর স্বার্থের সমরক্ষেত্র হইত সংসার ? ($ “সেনাপতি ভাগীরথী-তীর অতিক্রমি, আজ্ঞা অপেক্ষায় সৈন্ত আছে দাড়াইয়া, রেল অবসানপ্রায়, অস্ত দিনমণি—” বলিল জনৈক সৈন্ত । চমকি উঠিয়া ছুটিলা ক্লাইব বেগে, নাহি কিছু জ্ঞান কোথায় পড়েছে পদ , শূন্তে কি ধরায় মানসিক শক্তিচয় যেন তিরোধান হয়েছে রমণীসনে ; দৈববাণী প্রায় এখনো গম্ভীরে কর্ণে বাজিছে কেবল,— *সম্মুখে ভীষণ, বত্স । গণনার স্থল ৷” & 8 সজ্জিত তরণী ছিল তীরে দাড়াইয়া, লম্ফ দিয়া ষেই বীর তরী আরোহিল,