পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

83.ఆ নবীনচন্দ্রের গ্রন্থাবলী। হয় কিবা সুখ উপজিবে মনে, শু’নে রণবাৰ্ত্তা বামাগণে যবে গাবে বামাকণ্ঠস্বর করি লয়,— “জয় জয় জয় বৃটিশের জয় !" & দাও তবে সবে অভয় অস্তরে, বারি বিদারিয়া দাও দাড়ে টান, বৃটলিয়াপুত্র রণে নাহি ডরে, খেলার সামগ্ৰী বন্দুক কণমান । বৃটিশের নামে ফিরে সিন্ধুগতি; বিক্ষিপ্ত অশনি অৰ্দ্ধপথে রয়। কি ছার দুৰ্ব্বল যবনভূপতি, অবগু সমরে হবে পরাজয় । গাবে বঙ্গ সিন্ধু, গাবে হিমালয়,— “জয় জয় জয় রটিশের জয় ” । দ্বিতীয় সর্গ সমাপ্ত । তৃতীয় সর্গ। পলাশি ক্ষেত্র । এই কি পলাশি ক্ষেত্ৰ ? এই সে প্রাঙ্গণ ? ষেই থানে,—কি বলিব ?—বলিব কেমনে ! অদৃষ্টের সেই ক্রীড়া, মহ আবর্জন । মানবের এক ক্ষুদ্র কর পরশনে !