পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سمتی 3 নবীমচন্দ্রের এস্থাবলী । ফিরে কি নয়ন অহিঃ ! ফিরে কি হৃদয়, বারেক নিরর্থি এই হীরকের খনি ? নিরথিয়৷ এই সব সুন্দরী ললনা, عي কে বলিবে তিলোত্তম কবির কল্পনা ! 8 জ্বলিছে মুগন্ধ দীপ, শীতল উজ্জ্বল, বিকাশি লোহিত নীল স্থস্কিন্ধ কিরণ ; আতর-গোলাপ-গন্ধে হইয়া বিহবল, বহিতেছে ধীরে গ্রীষ্ম নৈশ সমীরণ ! শোভে পুপাধারে, স্তম্ভে, কামিনীকুস্তলে, কোমল কামিনীকণ্ঠে কুসুমের হার ; দেখেছ কেমন ওই সুন্দরীর গলে শোভিয়াছে মালা, আহা ! দেখ এক বাৰু , দীপমালা, পুষ্পমালা, রূপের কিরণ করিয়াছে যামিনীর উজ্জল বরণ । মিলাইয়া সপ্তস্থর সুমধুর বীণা বাজিতেছে, বিমোহিত করিয়া শ্রবণ ; মিলাইয়া সেই স্বরে শতেক নবীনা গাইতেছে, সপ্তস্বর ব্যাপিছে গগন । পুরাইতে পাপীসক্ত নবাবের মন, নীচে অৰ্দ্ধৰিষসনা শতেক সুন্দরী ; স্বকোমল মকবুল চুম্বিছে চরণ । তালে তালে ; কামে পুনঃ জীবন বিতরি খেলিছে বিজলীপ্রায় কটাক্ষ চঞ্চল, থেকে থেকে দীপঃবঙ্গী হতেছে উজ্জল