পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ 8曾>结 পলুশি-প্রাস্তরে নৈশ গগন ব্যাপিয়া, উথলিছে শত শ্রোতে আমোদলহরী ; দূরে গঙ্গা বহিতেছে রহিয়া রহিয়া, নিবিড় তিমিরে ঢাকা বসুধা সুন্দরী । এমন ইঞ্জিয়-সুখ-সাগরে ডুবিয়া, . কেন চিত্তাকুল আজি নবাবের মন ? কি ভাবনা শুষ্ক মুখে শূন্ত নিরথিয়া, কেন বা ਸੁਣ আজি বিরাগ এমন ইন্দ্ৰিয়-সম্ভোগে সদা মুগ্ধ যার মন; অকস্মাৎ কেন তার বৈরাগ্য এমন ? অদূরে শিবিরে বলি নিশি দ্বিপ্রহরে, কুমন্ত্রণা করিতেছে রাজদ্রোহিগণ ডুবায়ে নবাবে কালি সমরসাগরে দিতে সেনাপতি-করে বঙ্গ-সিংহাসন । ধিক রাজা কৃষ্ণচন্দ্র । ধিক্ উমিচাদ ! যবন-দৌরাত্ম্য যদি অসহ এমন, ন পাতিয়া এই হীন ঘৃণাম্প্রদ ফাদ, সম্মুখ-সমরে করি নবাবে নিধন, । ছিড়িলে দাসত্বপাশ, তবে কি এখন হ'ত তোমাদের নামে কলঙ্ক এমন । tr • ‘ব পাপিষ্ঠ রাজা রায়হল্লভ মুকলি ! বাদালি কুলের মানি, বিশ্বাসঘাতক ।