পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* পলাশির যুদ্ধ । 8to: অনিশ্চিত ভবিষ্যৎ মনেতে ভাবিয়া, - * থেকে থেকে ভয়ে বীর কঁাপিছে আমনি “এত অল্প সেনা লয়ে”—ভাৰিছে—“কেমনে পরাজিব অগণিত নবাবের দল ? কে জানে যদ্যপি হয় পরাজয় রণে, ইংলণ্ডের সব আশা হইবে বিফল , দুর্লঙ্ঘ্য সাগর লজিঘ একজন আর, শ্বেতদ্বীপে কভু নাহি ফিরিবে আবার । く、

  • এঙ্কেত সংখ্যায় অল্প সৈনিকের দল ;

তাহাদের মধ্যে তাহে নাহি এক জন স্বশিক্ষিত যুদ্ধশাস্ত্রে ; প্রায়ত সকল সমরে অদুরদশা শিশুর মতন । অধিকাংশ এইমাত্র লেখনী ছাড়িয়া অনিচ্ছায় তরবারি লইয়াছে করে ; কেমনে এমন ক্ষীণ তৃণদল দিয়৷ অসংখ্য অশনিবৃন্দ কাটিব সমরে ফিরে যাই, কাজ নাই বিষম সাহসে, স্ব-ইচ্ছায় কে কোথায় ব্যাঘ্র-মুখে পশে ? (N$' “ফিরে যাব ? কোথা যাব ? স্বদেশে আমার ? ছমাসের পথ বল যাইব কেমনে ? * . শুই ভাগীরথী নদী না হইতে পার, অক্রেমিবে কালসম কুরস্ত যবনে ; জনে জনে নিজ হস্তে বধিবে জীবনে, অথবা করিবে বনী রাজ-কারাগারে ;