পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ । 83:న >E •. আবার, আবার সেই কামান-গৰ্জ্জন : কঁপাইয়া ধরাতল, - বিদারিয়া রণস্থল, উঠিল ষে ভৗম রব, ফাটিল গগন । 3 సె ** সেই ভীম রবে মাতি ক্লাইবের সেনা, ধূমে আবরিত দেহ, কেহ অশ্বে, পদে কেহ, গেল শত্রু মাঝে, অস্ত্রে বাজিল ঝঞ্চন । - &e cখলিছে বিছাৎ এ কি ধধিয়া নয়ন । শতে শতে তরবার ঘুরিতেছে অনিবার, রবিকরে প্রতিবিম্ব করি প্রদর্শন । ఫి $ ছুটিল একটি গোলা রক্তিম-বরণ, বিষম বাজিল পায়ে, সেই সাংঘাতিক ঘায়ে ভূতলে হইল মিরমদন পতন ! 良凌 “হুররে । হুররে ”—করি গর্জিল ইংরাজ নবাবের সৈন্তগণ । ন-য়ে ভঙ্গ দিল রণ, ' পলাতে লাগিল সবে নাহি সহে ব্যাজ ।