পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ & e > २४ /দেখিছ না সৰ্ব্বনাশ সম্মুখে তোমার ? যায় বঙ্গ-সিংহাসন, যায় স্বাধীনতা-ধন, যেতেছে ভাসিয়া সব, কি দেখিছ আর ? ২৯ “ভেবেছ কি স্বধূ রণে করি পরাজয়, রণমত্ত শক্রগণ ফিরে যাবে ত্যজি রণ, আবার যবন বঙ্গে হইবে উদয় ? so a “মূখ তুমি –মাটি কাটি লভি কহিনুর, 幾 ফেলিয়া সেরত্ব হয় । কে ঘরে ফিরিয়া যায়, বিনিময়ে অঙ্গে মাটি মাখিয়া প্রচুর ? లిసి “কিংবা, যেই পাপে বঙ্গ করেছ পীড়িত, হতভাগ্য হিন্দুজাতি, দহিয়াছ দিবারাতি, প্রায়শ্চিত্তকাল বুঝি এই উপস্থিত। ৩২ সময় বণিক এই শঙ্কগণ নয়। : বিপণি সমর-ক্ষেত্র, অস্ত্র বিনিময় ।