পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । মূৰ্ছিত হইয় পড়ি অচল উপর, শোণিত-আরক্ত-কায়, অস্ত গেলা রবি, হায় ! অস্ত গেল যবনের গৌরব-ভাস্কর ।

নিবিয়াছে মহাকড় ; লুণ-প্রভঞ্জন, ভীম পরাক্রমে নর-মহীরুহ-চয় উপাড়ি ধরায়, শাস্ত হয়েছে এখন : সবিষাদে সমীরণ ধীরে ধীরে বয় । , মূৰ্ছাস্তে মোহনলাল মেলিয়া নয়ন দেখিলা সমরক্ষেত্র, মুহূৰ্ত্ত তুলিয়া স্নান মুখ ; ক্ষত দেহে রক্ত-প্রস্রবণ ছুটিল, পড়িল শিরে আকাশ ভাঙ্গিয় । চাহি অস্তমিত প্রায় প্রভাকর পানে, বলিতে লাগিল শোক-উচ্ছ্বসিত প্রাণে — y سمیرم j." “কোথা যাও, ফিরে চাও, সহস্রকিরণ ! বরেক ফিরিয়া চাও, ওহে দিনমণি ! তুমি অস্তাচলে, দেব ! করিলে গমন, আসিবে যবন ভাগ্যে বিষাদ-রজনী ! এ বিষদ-অন্ধকারে নিৰ্ম্মম অস্তরে, , ডুবায়ে যবন রাজ্য ষেও না তপন । উঠিলে কি ভাব বঙ্গে নিরীক্ষণ ক’রে, কি দশা দেখিয়া, আহ ! ভূছি এখন !