পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ । Q: ; . ধাও তবে, যাও দেব ! কিবলিব আর ? ফিরিও না পুনঃ বঙ্গ-উদয়-অচলে । কি কাষ বল না, আহা ! ফিরিয়! আবার ? ভূতে আলোক কিছু নাহি প্রয়োজন L আজীবন কারাগারে বসতি যাহার, আলোক তাহার পক্ষে লজ্জার কারণ ! কালি পূৰ্ব্বাশার দ্বার খুলিবে যখন ভারতে নবীন দৃপ্ত করিবে দর্শন । ゲ “আজি গেলে, কালি পুনঃ হইবে উদয়, গেল দিন, এই দিন ফিরিবে আবার ; ভারত-গৌরব-রবি ফিরিবার নয়, ভারতের এক্ট দিন ফিরিবে না আবু ! ফিরিবে না মৃতদেহে বিগত জীবন, বচিবে না রণাহত অভাগা সকল ; মৃতদেহ-নিপীড়িত শুষ্ক তৃণগণ কিছুদিন পরে পুনঃ পাবে নব বল ; এবে মৃতদেহতলে, বৎসর অন্তরে জনমিবে পুনৰ্ব্বার তাদের উপরে । - సె -- “এস সন্ধ্যে ! ফুটিয়া কি ললাটে তোমার নক্ষত্র-রতন-রাজি করে ঝলমল ? কিংবা শুনে যবনের দুঃখসমাচার, কপালে আঘাত বুঝি করেছ কেবল, তাহে এই রক্তবিন্দু হয়েছে নির্গত ? এস শীঘ্ৰ, প্রসারিয়াধুসর অঞ্চল,