পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

දෑ S $ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । একেবারে হয়ে হিংস আশার অধীন, সমুদয় ইউরোপ করিবে দর্শন। যাও তবে সমীরণ, ঝড়বেগ ধরি, বহু এই শুভ বার্তা ইংলগু-ঈশ্বরে । শুনিয়া সাগরমাঝে শ্বেতাঙ্গ-সুন্দরী নাচিবে, মরাল যেন নীল সরোবরে । হইবে সমস্ত দ্বীপ প্রতিধ্বনিময়, গম্ভীরে সাগরে গাবে ইংলণ্ডের জয় । & r *আর ভারতের ?--সেই চির-আধানাপু ? ভারতেরো নহে আজ অসুখের দিন । পশিয়া পিঞ্জরান্তরে, বন-বিহুগীর কিবা সুখ, কি অমুখ ?—সমান অধীন । , পরাধীন স্বৰ্গবাস হ’তে গরীয়সী স্বাধীন নরকবাস, অথবা নিৰ্ভীক স্বাধীন ভিক্ষুক ওই তরুতলে বসি, অধীন ভূপতি হ’তে স্বর্থী সমধিক । চাহি ন স্বর্গের সুখ, নন্দন কানন, যদি পাই—কিন্তু হায় । ফুরাল স্বপন ! >% * “ভারভেরো নহে আজি অমুখের দিন । আজি হ’৩ে ষবনেরা হ’ল হতবল, কিবা ধনী, মধ্যবিৎ কিবা দীন হীন, আজি হ’তে নিদ্রা যাবে নির্ভয়ে সকল । ফুরাইল যবনের রাজা-অভিনয় ; ৷ এত দিনে যবনিকা ছইল পতন ;