পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& So নবীনচন্দ্রের গ্রন্থাবলী ।

సె

“ঝোলে ব’লে দিবসের অঞ্চলে গোধূলি, যতই তমসা ব’লে বোধ হয় মনে, না থাকিলে রবি-বিশ্ব-নয়নপুতলী,— দিবা ব’লে বোধ হ’ত নিশার তুলনে । স্বাধীন অপক্ষপাতী আৰ্য্যরাজ পরে, তেমনি যবননাজ্য—সঞ্জাতিপ্রবণ— ষতই কলঙ্কে খ্যাত, কিন্তু স্থানাস্তরে এত কলুষিত বোধ হ’ত না কখন : সন্দেহ, হইত কি না রাবণ ঘৃণিত, • রামের ছায়াতে যদি না হ’ত চিত্রিত । ૨૦ “কি কাষ সে সুখ দুঃখ করিয়া স্মরণ ক্ষত হৃদয়ের ব্যথা জ্ঞাগায়ে আবার ? ক্রমে ওই নিশীথিনী-ছায়ার মতন, যবনের হতভাগ্য হতেছে সঞ্চার ! আরঙ্গ জীব অস্ত সনে, অলক্ষিতে হায় ! প্রবেশিল ষে গোধূলি মোগল-সংসারে,— উত্ত্বরিল নিশা আজি ; ঢাকিবে ত্বরায় প্রকাগু যবনরাজ্য নিবিড় আঁধারে } দিল্লী, মুরশিদাবাদ, হুইবে এখন যবনের গৌরবের সমাধিভবন । 美> “ছিল না ঐশ্বৰ্য্যে বীৰ্য্যে এই ধরাতলে সমকক্ষ যবনের,—বীর-পরাক্রম