পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ । @*忘 כצי ס

  • হে বিধাতঃ ! কোন পাপ করিল সে জাতি ? কেন তাহীদের হ’ল এত অবনতি ? যেই সিংহাসনে, বীর রাবণ-অরণতি বিরান্তি, বিরাজিত কুরুকুলপতি, —সঙ্খ্যাতীত নরপতি-প্ৰণামে যাহার চরণে হইয়ছিল মুকুট অঙ্কিত,— কুরুক্ষেত্রজয়ী বীর, দয়ার আধার, ধৰ্ম্মপুলু যুধিষ্ঠির ছিল বিরাজিত , বসিল,—লজ্জার কথা বলিব কেমনে— যবরের ক্রীতদাস সেই সিংহাসনে ।

२१ “বিনা যুদ্ধে নাহি দিব স্বচ্যগ্র-মেদিনী— এই মহাবাক্য যার ইতিহাসগত ; সেই জাতি এ ভারত করি পরাধীনী, —পাণিপথে, আত্মদ্রোহী হ’ল আত্মহত । সপ্তদশ অশ্বারোহী যবনের ডরে, সোণার বাঙ্গালারাজ্য দিল বিসর্জন স্বচ্যগ্র-মেদিনী স্থলে, অমান অস্তরে সমগ্র ভারত, আহা ! করি সমর্পণ বিদেশীকে, আছে মুখে ; জানে ভবিষ্যত এই অবনতি কোথা হবে পরিণত ! sb" -পাণিপথে যেই রবি গেল। অস্তাচলে, ভারতে উদয় নাহি হইল আবার ;