পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q &o নবীনচন্দ্রের গ্রন্থাবলী পঞ্চশত বর্ষ পরে দূর নীলাচলে, ঈষদে হাসিতেছিল কটাক্ষ তাহার । কিন্তু পলাশিতে যেই নিবিড় নীরদ করিল তিমিরাবৃত ভারত-গগন, অতিক্ৰমি পুনঃ এই অনস্ত জলদ, * হইবে কি সেই রবি উদিত কখন? জগতে উদয় অস্ত প্রকৃতি-নিয়ম ; কিবা জলধরছায়া থাকে কতক্ষণ । శి నె , “যে অশ ভারতবাসী বীরধৰ্ম্ম-সনে # পলাশির রণ-রক্তে দিয়ে বিসর্জন, কহিবে না, স্মরিবে না, ভাবিবে না মনে, কল্পনে। সে কথা মিছে কহ কি কারণ ? ' থাকুক্‌ পলাশিক্ষেত্র এখন যেমন ; থাকুক শোণিতে সিক্ত হত যোদল, জগতের যুগান্তর অদ্ভুত কেমন ঘটাইবে ইস্তাদের শোণিত তরল ! ক্ষত বক্ষে রক্তস্রোত ছুটিল তখন সবেগে, মোহনলাল মুদিল নয়ন । চতুর্থ সর্গ সমাপ্ত ।