পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ । 3ra" “পলাশির যুদ্ধ”—আজি মৰ্ম্মরে পাতায়, স্বনিতেছে সমীরণ, গায় ভগীরথী । -পলাশির যুদ্ধ”—শত সহস্র নয়ন চিত্রিতেছে অশ্রুজলে সহস্র ধারায় ; “পলাশিবু যুদ্ধ”-—কত প্রফুল্ল বদন হাসিতেছে মনসুখে ; লিপিছে পাতায় -পলাশির যুদ্ধ”, ৪ই বসিয়া অস্বপ্নে ; ভারত-অদৃষ্ট-গ্রন্থে অমর ক্ষক্ষপে ! 雛 يا স্তানে স্থানে সমবেত নাগরিক গণ করিতেছে পলাশির যুদ্ধ আলোচনা ; তুহিদের মধ্যে সতপ্রিয় যত জন, f প্রশংসিছে ক্লাইবের বীর্য্য বীরপণা । ষ হাদের সমধিক কল্পনা প্রবল, তাহদের মতে কোনো মহামন্ত্রবলে ক্লাইব বঙ্গীয় সেনা রণে হতবল করিয়াছে, কোনো উপদেবতার ছলে । মুখের কল্পনস্রোত হলে উচ্ছসিত, ধত অসম্ভব তাহে হয় সস্তালিত । १ শুষ্ক উপনদীতেও বরিষার কালে প্রভূত সলিল যথা হয় প্রবাহিত, তেমতি উৎসবে এই পুরী-আস্তত্ব’লে দ্বীথিতেও জনস্রোত আজি সঞ্চারিত । অভিষেক উপলক্ষে মিরজাফরের, স্থসজ্জিত রাজহম্ম্য, অৰালিত দ্বার ।