পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫২৮ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । § 3 ইংরাজ-শিবির-শ্রেণী, অদুর উদ্যানে, দাড়াইয়া স্থিরভাবে নৈশ অন্ধকারে, শোভিছে নক্ষত্র যথা নিদাঘ বিমানে, শোভিছে আলোকরশি উদ্যান আধারে । শূন্ত করি বাঙ্গালার রাজ্যের ভাণ্ডার, বহুমূল্য রাশীরুত সঞ্চিত রত্ন, খুলিয়াছে বিজেতার আমোদ-বাজার, মুখের সাগরে চিত্ত হয়েছে মগন। . এইরূপে বিজেতার করে কতবার হইয়াছে বিলুষ্ঠিত ভারত-ভাণ্ডার । > マ হয় । মা ভারতভূমি ! বিদরে হৃদয়, কেন স্বর্ণ-প্রস্থ বিধি করিল তোমারে ? কেন মধুচক্র বিধি করে স্থধাময় পরাণে বধিতে হায় । মধুমক্ষিকারে? পাঠত না অনাহারে ক্লেশ মঞ্জিকায়,প্ৰমপৰিd *\SYই যদি মকবৃন্দ নাহি হ’ত সুধাসার ; স্বর্ণ-প্ৰসবিনী যদি না হইতে হয়, হইতে না রঙ্গভূমি অদৃষ্ট-ক্রীড়ার । আফ্রিকার মরুভূমি, স্বইস পাষাণ হতে যদি, তবে মাতঃ ! তোমার সস্তান >> হইত না এইরূপ ক্ষীণকলেবর ; হইত না এইরূপ নারী-স্ককুমার ।