পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& ©e নবীনচন্দ্রের গ্রন্থাবলী । উত্তরিল বজ্রনাদে টেবিল উপরে । সুরসঙ্কোচিত রক্ত নেত্ৰে হেন কলে, মদিরামাজ্জিত কণ্ঠে সৈনিক সকল, আরম্ভিল উচ্চৈঃস্বরে সঙ্গীত সরল । ミ* कैड। > এ সুখের দিনে প্রফুল্ল অস্তরে গাও মিলি সবে বৃটনের জয় ! বীরপ্রসৰিনী পৃথিবী ভিতরে, ভূতলে অজেয় বৃটনতনয় । বুটনের কীৰ্ত্তি করিতে প্রচার, পিয়ে এই গ্লাস, অমৃত-আসার, গাও সবে মিলি, গাও তিন বার,— হিপ—হিপ-হুর রে ! হিপ-হিপ-হুর রে } হিপ- হিপ-হুর রে । 农 ভূপতির শ্রেষ্ঠ বৃটন-ঈশ্বর ; সমুদ্র রাজ্যের পরিখা র্যাহার ; জিনিয়া অনস্তু অসীম সাগর, দ্বিতীয় জর্জের মহিমা অপার । দীর্ঘজীবী তীরে করুন ঈশ্বরে – 翰