পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. లిల নবীনচন্দ্রের গ্রন্থাবলী । 9२ “রে পাপিষ্ঠ নরাধম নৃশংস মিরণ ! হরি রাজা সিংহাসন, ওরে হ্রাচার । তোব পাপতৃষা কি রে হ’ল না পূরণ ? রমণীর প্রতি শেষে এই অত্যাচার । বরঞ্চ ত্যজিব প্রাণ এই কারাগারে, লইব পাতিয়া বুকে উলঙ্গ রূপণ, তথাপি এ রমণীর প্রেমপরাবারে বিন্দুমাত্র বারি তোরে করিবে না,দান। ষে চাহে পশুত্ব-বলে রমণী-প্রণয়, অনলে সে চাহে জল, পiমাণে হৃদয় ।” రిచీ লোহার কবাট, দৃঢ় লোহার অর্গল, পুলিল না রমণীর করুণ রোদনে, দ্রন্সিল না দুঃখিনীর ঝরি অশ্রুজল । বৃথাক্রমে বিষাদিনী অবসন্ন মনে পসিল ভূতলে ; আহা ! শিথিল শরীর, আশ্রয়বিহীন চার লতার মতন, পড়িল ভূতলে ক্রমে হইয়া অধীর । রক্তস্রোতে শোকশ্রোতে হ’য়ে অচেতন, মৃত্যুর অশোক অঙ্কে করিল শয়ন । - いひ磁 h নীরব অবনী , নিশি দ্বিতীয় প্রহর ; নীরব নিদ্রিত পুরী ; আমোদ-তুফান বিলোড়ন করি পুরী এবে স্থিরতর ; হয়েছে নগর যেন অবসন্নপ্রাণ ।