পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ । ○ ●* প্রহরীর পদশব্দ ; ঝিল্লীর ঝঙ্কার ; পবনে শঙ্কিত দূর সারমেয় রব ; কেবল মধুর স্বনে সমীর-সঞ্চার কারা-বাতায়নে ;– আর সকলি নীরব । কেবল রমণী শোকে নীরবে রজনী বষিতেছে শিশিরাশ্র তিতিয়ী অবনী । 3{ কারাগার-কক্ষান্তরে গভীর নিশীথে, কে ও দাড়াইয়া ওই অবনত মুখে ? বাতায়ন-কাষ্ঠে বক্ষ, নেত্ৰ পৃথিবীতে, শ্মশ্র বহি অশ্রুধারা পড়িতেছে বুকে ? কেকুল অভাগা হয় | একতান মন, শুনিয়াছে রমণীর শোক উদ্বেলিত ; করিয়াছে প্রতিপদে অশ্র বরিষণ ; প্রতিতানে হইয়াছে চিত্ত বিদারিত ! যেন পদে পদে ক্রমে আয়ু হ’য়ে ক্ষয়, শেষ তানে জীবনের হইয়াছে লয় । z. ٠Six:ي প্রস্তর-পুতুল যেন গবাক্ষে স্থাপিত, হতভাগা দাড়াইয়া রয়েছে এখন ; অম্পদ শরীর, সৰ্ব্বধমনী স্তম্ভিত, অনিশ্বাস, অপলক, নাসিকা, নয়ন । তুমুল-ঝটিক-বেগে কিন্তু স্মৃতিপথে, বহিতেছে জীবনের ঘটনানিচয় ; ৷ স্বখের শৈশবকাল, কৈশোরস্থরতে, বঙ্গসিংহাসন, ঘোর অত্যাচারচয়,