পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ । ○ 8ン* নরনারী-রক্তস্রোতে, ভুলেছ কি হয় । কি পাপকামনা নাহি করেছ পূরিত ? ভাবিতে পরের ভাগ্য-বিধাতা তোমায় ; নিজ ভাগ্যে এই ছিল জানিতে না হায় । 33 রে নির্দয় অনুচর, কৃতঘ্ন-হৃদয়! কি কষে উদ্যত আজি নাহি কি রে জ্ঞান ? কেমনে রে দুরাচার ! কেমনে নিৰ্ভয়ে, নাশিতে উদ্যত আজি নবাবের প্রাণ ? ক্ষান্ত হওঁ, ক্ষান্ত হও, আপনার পাপে ডুপিতেছে যেই পাপী, কি কাজ তাহরে বধিয়া আবার ? আহ নিজ অঞ্চ তাপে জ্বলিতেছে ষেই জন, অকারণ তারে কি ফল বল না প্রাণে করিয়া সংহার ? মরার উপরে কেন খাড়, র প্রহার ? 3 (t ডুবিবে, ডুবিছে পাপী আপনি আপন ; শৃঙ্গচু্যত শিলাখণ্ড ত্যজিয়া শিখর পড়ে যবে ধরতিলে, কি কাষ তখন আঘাত করিয়া তার পৃষ্ঠের উপর ? সৌভাগ্য-আকাশ-চু্যত অভাগা বন ভূতলে পতিত এবে নক্ষত্রের প্রায় ; কি হইবে অভাগার বধিলে জীবন ? থাক্ হত গৌরবের পতাকার দ্যায় । হারাইয়া ধন, মান, রাজ্য, সিংহাসন, কারাগারে হতভাগা কাটাক জীবন !