পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ぐ8や নবীনচন্দ্রের গ্রন্থাবলী । সহস্ৰ কোটি লোকের ললাট-লেখার পরীক্ষা হইয়া যায় ; এখানে দুই মহাদেশের দুইটি ইতিহাস, কালের এক কুক্ষিত্রে যুগপৎ নিমজ্জিত হইয়, একীভূত নূতন মূৰ্ত্তিতে ভাসির উঠে ; এবং বঙ্গভূমি, ভারতবর্ষ ও সমস্ত এসিয়া-ভূখণ্ডে এক্টক্ষণ যে পরিবর্তনের চক্র অবিরাম গতিতে অহৰ্নিশ চলিতেছে, প্রকৃত প্রস্তাবে এখানেই তাহা প্রথম চালনা পায় । যদি ইতিহাসে পলাশিপু যুদ্ধ না থাকিত, তবে এদেশের অবস্থ৷ এইক্ষণ কিরূপ হইত, তাহা চিন্তা করাও কঠিন! লোকে এইক্ষণ যে যুগান্তপ্রলয় ও অভিনব স্থাষ্ট দেখিা কখন আশায় উৎফুল্ল, কখনও বিষাদে অবসন্ন হইতেছে, তাহার চিঙ্গ ও কুত্রাপি" পরিলক্ষিত হইত কি না, সন্দেহের কথা । বস্তুতঃ সমালোচ্য গ্রন্থে পলাশির দৃদ্ধ যে ভাবে কল্পিত হইয়াছে, তাহা অতি উচ্চ শ্রেণীর কল্পনার পরিচয় দেয়, এবং সমগ্র চিত্রটিকে হৃদয়ে গ্রহণ করিতে হইলে ইতিহাস-শৈলের উদ্ধতম শুঙ্গে আরোহণ করিয়া ভারতের মানচিত্রকে পুনরায় কবির চক্ষে নিরীক্ষণ করা আবশ্বক হয় ! নহিলে পলাশির যুদ্ধ কিছুই নহে। আমরা শুদ্ধ কল্পিত বিষয়ের উচ্চতা, প্রসার ও অতুল গৌরব স্মরণ করিয়াই কবির প্রশংসা করিতেছি না । এই কল্পনায় নবীন বাবুর আর একটি বিশেষ প্রশংসা আছে । তিনি যে পথে গমন করিয়াছেন, সে পথে কেহই তাহার পূৰ্ব্বে পদক্রম করেন নাই। তিনি যে ‘মণিপূর্ণ খনিতে সাহস সংস্কারে প্রবিষ্ট হইয়াছেন, তাহার অভ্যন্তরে কেহই উহার জন্ত আলোকবৰ্ত্তিক স্থাপন করেন না বিদ্যাপী ৭ মাস প্রভৃতির সময় হইতে এদেশে যিনি যে কোন কাব্য প্রণয়ন করিয়াছেন, তিনিই একটি পুরাতন অবল পাইয়াছেন। কেহ পুরাণ স্কুলে নূতন মাগা গাঁথিয়াছেন, কেহ নুত স্কুলে পুরাণ স্বত্র ব্যবহার করিয়াছেন। নবীন বাবুর তাহ হয় নাই র্তাষ্ঠীর অবলম্ব স্বহৃদয় ও স্বকীয় কল্পনা মাত্র। র্তাহার ঈ