পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ। @@》 করেন, তপন ঘুণীয় তাহীর আত্মা জর্জরিত হয়। কিন্তু তিনি জগৎশেঠের মত সাহসী নহেন, রাজবল্লভের মত কূটভাষীও নহেন র্তাহার পরামর্শ স্পষ্ট কথা। চক্রীদিগের মধ্যে র্তাহারই চক্রান্তু নাই, কারণ তিনি মীমাংসাকারী। আমরা প্রস্তব-বাহুল্য-ভয়ে রাণী ভবানীর কথা হইতে পাঠকের জন্ত কিছুই উদ্ধত করিতে না পারিয়া নিতান্ত দুঃখিত রহিলাম। কিন্তু ইহা বলিতে পারি যে, যিনিই সেই অমৃতাভিষিক্ত বিষ কি বিষাক্ত অমৃত পান করিবেন, তিনিই পদে পদে কবির নবীনচন্দ্রকে হৃদয় খুলিয়া সাধুবাদ দিবেন। যদি কোন ব্যক্তি সুগভীর নিদ্রার মধ্যে সহসা কোন অশ্রুতপূৰ্ব্ব অদ্ভূত পদ্ধ শ্রবণ করিয়া জাগিয়া বসেন, তাহা হইলে তাহার চিন্তু যেরূপ নাম বিধ অচিস্তনীয় ভাবে তৎকালে আলে৷ ড়িত হয়, এই কাব্যের প্রথম সর্গ হইতে দ্বিতীয় সর্গে অবতীর্ণ হওয়া মাত্রপাঠকের অসাবধান চিত্তও সহসা সেইরূপ আলোড়িত श्झेग्न ऐंठंt? । প্রথম সর্গের সমস্ত কথাই নিশার দুঃস্বপ্নের মত অলীক বোধ হয় ; অথবা ঘোরান্ধ-রজনীতে অকস্মাং মেঘ-গৰ্জ্জন শ্রবণ করিলে কিংবা অকস্মাং দামিনীর ক্ষণস্থায়ী চমক দেখিলে, তাহা যেমন শ্রুতি কি ধৃষ্টর বিভ্রম বলিয়া বিশ্বাস জন্মে, সেইরূপ যাহা কিছু গুনিয়াছি এবং যাহা কিছু দেখিয়াছি সমস্তই যেন মনের ভ্রান্তি, এইরূপ বিশ্বাস করিতে ইচ্ছা করে। কিন্তু দ্বিতীয় সর্গে প্রবেশ করিলেই সেই প্রীতিকর ভ্রম ও প্রিয় বিশ্বাস তিরোহিত হইয়া যায় ; এবং যাহা দেখি নাই তাহ দেখিয়া এবং ধাই শুনি নাই তাহা গুনিয়া, মন বিস্ময়ের পর ভয়ে এবং ভয়ের পর বিস্ময়ে বিস্ফারিত ও সঙ্কুচিত হয়। কোথায় ইংলণ্ড, আর কোথায় বঙ্গভূমি ! কিন্তু এখন কি শুনি, আর কি দেখি। না