পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

む68 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । ঘোরতর বিপদগ্ৰস্ত, ততোধিক পীড়িত হইয়া কলিকাতা ফুট যখন শিরোপরে মেঘ বজ্ৰ-মন্দ্রে বিপদ-ঝটিকা গৰ্জ্জিতেছিল, স্থ রোগ-শ্যায় রঙ্গমতীর চতুর্থ সর্থ লিখিত হইল। সেই মটঃ পুরুষোত্তমের সমুদ্র-সৈকতে নিক্ষিপ্ত হইলাম ; জীবনের এ মাত্র মুখ, এক মাত্র স্নেহ, এক মাত্র আশা, অনাথ কনিষ্ট - ভ্রাতাট ভাসিয়া গেল ; রঙ্গমতীর পঞ্চম সর্গ সেই সমুদ্র-সৈক:ে সেই ভ্রাতৃ-শ্মশানে লিথিত হইল । অদৃষ্টের অন্ত তরঙ্গে এ ভয়াবহ পদ্মার তীরে লিক্ষিপ্ত হইলাম ; এক মাত্র শিশু পুত্রী অন্ধ-শূন্ত করিয়া খসিয়া পড়িল ; দুঙ্গমতীর শেষ সর্শ লিখি হইল। এরূপ জীবন কাব্যের উপযোগ হইতে পারে, শৰ কত দূর কবির উপযোগী বুলিতে পারি না। অতএব রঙ্গমস্থাঃ প্রতিভা-সাধ্য চিত্র যদি মনোহারী না হইয়৷ থাকে, সে মে ২ চিত্রিতের নহে, যে দোষ চিত্রকল্পের, সে দেধি তােহর অষ্টেঃ ইহার প্রত্যেক সর্গে, প্রত্যেক পৃষ্ঠায়, প্রত্যেক অক্ষরে, আমাঃ বিপদের স্বতি, রোগের যন্ত্রণ, বিবাদের ছায়, এবং শেঞ্চে অশ্র জড়িত রহিয়াছে । রঙ্গমতী অমর জীবনের একটী বিমান পূর্ণ অঙ্কের ইতিহাস । যাহা ইউক আপনি সহানুভূতি প্রকাশ করিয়া ইহাকে গ্রহণ করিলে, এই বিবাদ-স্কৃতির সঙ্গে আমাঃ একটা সুখ-স্থতি জড়িত থাকিবে । মাদারিপুর স্নেহ কাজী } নবীন ! ১লা শ্রাবণ ১২৮৭ সাল ।