পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

مساوي وع নবমচন্দ্রের গ্রন্থাবলী । শ্বেত পুষ্পপুঞ্জ সম, স্থানে স্থানে ওই অম্বরে শোভিতেছিল, স্থৰ্য্যদেবে যেন পূজেছে ত্রিদিববাসী ধবল কুমুম বরৰ্ষিয়। রাশি রাশি ! কিংবা সিন্ধুনীরে ধবল সৈকত যেন — মিলিতে লাগিল ক্রমে ক্রমে ওই কৃষ্ণ বুক্ষসের সনে । আচ্ছাদিল দিনমণি ; নিবিড় তমসছয় বসিল নীরবে, নিবিড় কাননবক্ষে, তটিনী-স্বদয়ে । যুবক ভাবিলা,— এইরূপে হতভাগা মানব-জীবনে, , শত শত বাসনার ক্ষুদ্র স্রোত মিলি, হেন প্রবাহেতে শেবে হয়ে পরিণত, দুঃখের অরণ্যময় করি দুই তীর, i ছুটে কাল-সিন্ধু মুখে ! এইরূপে, হায় ! প্রেম-সেীর-করে তীরে করি আলোকিত, দেখায় কুর্গম পথ ; এমন সময়ে,—

  • আজ্ঞা হয় যদি তবে ফিরায়ে তরণী ধরি এক কুল! ওই ভাসিল কুমেঘ ! আসিবে তুমুল ঝড় !” গ্রাণিয়া পবন, ডাকিয়া বলিল মাজি –নিরুত্তর যুবা । আবার আবার মাজি বলিতে লাগিল— “কুলক্ষণ ! ধরি কুল ”—যুবা নিরুত্তর ! মাজির আশঙ্ক কণ্ঠে, জাগিয়া সএাসে বলিল প্রাচীন এক—"জিজ্ঞাসিস কারে ?

ফির তরী ! ফির তরী - যুবক ভাবিল,—