পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢ፃ • নবীনচন্দ্রের গ্রন্থাবলী । করি’ছে চীংকার । প্রাণভয়ে দাড়িগণ সজোরে টানিছে দাড় পুষ্ঠে ভর করি : কিন্তু প্রতিকূল বাতে স্থিরভাবে তরী আছে দাড়াইয়া ! দৗড়ে নাহি পায়ু জল, কি করিবে দাড়ী ? ভীম আন্দোলনে আপন আসন হ’তে পড়িতেছে বুলি । কি করিবে সেক্ত, জল ঝলকে ঝলকে উঠতেছে চারিদিকে ? সমুদ্র কেমনে শুকাবে সিঞ্চনে শুক্তি ? এখনও তীর বহুদুর, প্রাণপণে নাহি হয় তরী অগ্রসর একপদ,--সহস্ৰ কুঞ্জরে রেখেছে ঠেলিয়া যেন ! মাঞ্জিদের, হায়, কর ফাটি রক্তধারা ঝরিতে লাগিল । এক প্রভঞ্জন-বল না পরে সহিতে অচল পৰ্ব্বড়-চুড়, এক তরঙ্গিণী না পারিল ঐধু:বত জিনিতে বিক্রমে ; দুৰ্ব্বল মানব করে কি করিবে, হয়, সেই প্রভঞ্জন সহ ত্তরঙ্গিণী যবে মিলিয়াছে ঘোর রণে,--ভৌতিক আহবে : কঁদিতে লাগিল সবে দাড়ী কর্ণধার— কৰ্ণ নাহি মানে তরী । কঁাদিতে লাগিল বীরেন্দ্রের বৃদ্ধ ভূতা-সবুল শঙ্কর । হতবুদ্ধি যুবা,-স্থির নেত্ৰে দেখিতেছে পৃষ্ঠ ভয়ঙ্কর, দৃশু চিত্ত-দ্রবকর ! নিরুপায় যুবা । মহে মানবীয় রণ, নহে শক্র নর, কিংবা গন্ধৰ্ব্ব কিন্নর,