পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tav নবীনচন্দ্রের গ্রন্থাবলী । নিষ্ঠুর, নিৰ্দ্দয়, ভীরু ! বাসনা তোমার দেখাতে বিক্রম যদি, যাও বীর-ভরে যথায় হিমাদ্রি-চুড়া,—আচল, অটল,— বসি অহঙ্কারে ;–তব রণ-যোগ্য বীর । তব পৃষ্ঠারোহী ওই জলধর দল, চুম্বিতেছে নিরস্তর চরণ যাহার,— যেন রাজা দুৰ্য্যোধনে ! গিয়া তথ, বীর, ভীম প্রহরণে দেখি ওই হিমাচলে, সমূলে উপাড়ি ফেলি ভারত উপরে, (চির দাসত্বের বাস, জগত কলঙ্ক । ) অনন্ত জলধি-জলে কর নিমজ্জত । • এই বীরোচিত কাৰ্য্য। কিন্তু ভীরু তুমি । হিমাদ্রি-শিখরে তুমি যাইবে না কচু, পদাঘাত-ভয়ে ! তুমি যাইবে যথায় দরিদ্রের পণ জীর্ণ কুটীর দুৰ্ব্বল ; ফল পুষ্পোপ্তান ধথ ; যথা ক্ষুদ্র তরী তটিনী-সলিলে ভাসে ; ভাসে স্থা, হায়, নদীগর্ভে নিপতিত, উত্তাল তরঙ্গে, তোমার রুপায় ওষ্ট হতভাগ্য যুৱা— মানব-গৌরবাধার, জগতের শোভা !— দেখাইতে পরাক্রম ! বধির শ্রবণ তব ! নাহি শুন কাণে, দরিদ্র-রোদন ধ্বনি ; ভুলাও তাছারে ভীষণ স্বননে । একে অন্ধ, তাহে জড়, হৃদয়-বিহীন, বিপন্ন সৌন্দর্য্যে তব নাহি হয় দয়া । তুমি তরঙ্গিণি । আর তরঙ্গ তোমরা!—