পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@rb*や নবীনচন্দ্রের এস্থাবলী । তপস্বিনী ; অন্ত পার্শ্বে নিমজ্জিত ঘোরনিদ্রার সাগরে এক যুবক সুন্দর । , কোমল চরণ ক্ষেপে, অতি সাবধানে গেলা তপস্বিনী সেই শয্যার নিকটে । দীড়াইয়া স্থিরভাবে, সুমুগ্ধ যুলার মুখচন্দ্র কিছুক্ষণ করি দশন ধীরে ধীরে গেল বুট কপটের কাছে, ধীরে সুকোমল করে টানিলা অর্গল । খুলিল কপাট বেই, পশিল মন্দিরে নৈশ-সমীরণ স্রোতে ঝিল্লির ঝঙ্কার । রাখিয়া চরণ এক চোবণষ্ঠ উপরে যোগিনী শুনিলা সেই গভীর নিনাদ মুহূর্বেক স্থিরভাবে । অতি ধীরে ধীরে নামিল সোপানশ্রেণী ; শেষে অতিক্রমি মন্দির-প্রাঙ্গণ ক্ষুদ্র, বসিলা নীরবে সমীপ সপ্লসী-তীরে, ঘাট শিলাসনে । সুধাকর সুধাকরে পবিত্র চরণে প্ৰণমিয়া, দেখাইলা হাসিয়া আমনি কৌমুদীমণ্ডিত শাস্ত কানন আশ্রম ; শাস্ত, অচঞ্চল, নীল সরসী সম্মুখে ; পশ্চাতে অমল শ্বেত প্রস্তর-মন্দির,— শাস্তমূৰ্ত্তি । উচ্চচূড়ে—উচ্চতর এবে চঞ্জালোকে,-শেভিতেছে রজত ত্রিশূল, অঙ্গুলি নির্দেশ যেন করিছে নীরবে নিশানাথে, না লঙ্ঘিতে নৃমুণ্ডমালিনী ভীম ! সে সম্বেতে যেন শশধর উীত 闵