পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতী । 金W** মনে ভাবিতেছে ওই বনরাজি শিল্পে কানন কিরাটরুপে –‘যাই কোন পথে ’ হয় । ওই সুধাংশুর সিংহাসন তলে মরি কি পার্থিব চিত্র । কৃষ্ণপক্ষ ছায়। আজি করিয়াছে যথা, সুধাংগুম গুল রেখা মাত্রে পরিণত ; হয় রে তেমতি এ বিশাল রাজপুরী অৰ্দষ্ট ছায়ায় আজি আচ্ছাদিত ; আছে চিহ্ন মাত্র তার— কালী করালিনী,—এই সরসী,—প্রাচীর । যে প্লাজ-তোরণে উচ্চ প্রাচীর উপরে গুরুপদক্ষেপে ধীরে ভ্ৰমিত প্রহরী শত শত, হায় হেন নিশীথ সময়ে, উলঙ্গ রূপণে প্রতিফলিয়া চন্দ্রম ; স্ববর্ণ পৰ্য্যন্ধে গু’য়ে কুসুম-শয্যায়, বেষ্টিত মৃণাল ভুজে রূপসী হৃদয়ে জুড়াত দিবস-ক্লাস্তি, এমন নিশীথে ! নরেন্দ্ৰ নৃপতি ; আজি—কি বলিব হায় – বিরাজে তথায় আজি, প্রাচীরের স্থলে, উচ্চ মহীরুহুচয়, প্রতিবিম্বি পত্রে পত্রে সুধাংশুর কর । আজি তথা হায় ! বিবর-শয্যায় সুপ্ত মৃগেন্দ্র কেশরী, , ভ্ৰমিতেছে ইতস্তত শাল প্রহরী ! কিন্তু প্রকৃতির শোভা চক্রের কিরণে, কি কাননে, কি উষ্ঠানে, ভূধরে, সাগরে, , সৰ্ব্বত্র মুনীর হেন নিদাঘ নিশীথে ; অসীম হৃদয়গ্রাঙ্গী নিবিড় কাননে ।