পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতী । আরণ্য নীরজ ফুলে, শু্যামল পল্লবে শ্বেত, রক্ত, নীল, পুম্পে। বিচিত্র বসনে রেখেছে ঢাকিয়া যেন, অমল তরল বক্ষ বঙ্গকুল-নারী । মুধাগুর অংশুরাশি, পড়ি স্থানে স্থানে সরসী-সলিলে, শোভিঠেছে মনোহর বসন বিচ্ছেদে চারু আভরণ যথা ! শোভিতেছে তীরে ডালে ডালে, বৃস্তে বৃস্তে, স্থলজ কুসুম, স্বভাব-পুস্থত । পুষ্পবৃক্ষ-অন্তরালে সরোবর তীরে ; কিংবা পল্লব-বিচ্ছেদে স্থানে স্থানে বন মাঝে পড়েছে খসিয়া, অসংখ্য কৌমুদী খও, শুাম দুৰ্ব্বাদলে । শুণমল অটবী-শ্রেণী, আরণ্য বল্লরী, আলিঙ্গিয়া পরস্পরে, আরণ্য আহলাদে ঃ ংখ্য রতন রাশি, কৌমুদী কিরণে, পরিয়া ভামল অঙ্গে, রেখেছে সাজায়ে অচিত্র্য কানন শোভা —অচিন্ত্য স্কুন্দর ৮ শিলাসনে সরোবর-তীরে তপস্বিনী । বসি একাকিনী । কিন্তু স্থির নয়নে— অনিমেষ, আচঞ্চল,—দেখিছে কি ওই কৌমুদীপ্রদীপ্ত নীল আকাশের পানে ? কিংবা এই প্রসারিত নীলাম্বর তলে; অনন্ত কানন কাস্তি, চজিক মণ্ডিত ? কিংবা শুনিতেছে ওই নৈশ সমীরণে কি কহে অঙ্কট স্বরে ? কে বলিবে হায় ? বিলম্বিত জটারাশি, পড়েছে ঝুলিয়া । &b*S