পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

గ్రీ ఫె e - নবীনচন্দ্রের গ্রন্থাবলী । যুগল কপোলে, অংসে, উরসে, পশ্চাতে । জটারণ্য অন্তরালে, বৃদ্ধ তাপসীর গেীর কলেবরকাস্তি শোভিতেছে, হয়, বন অন্তরালে যথা চন্দ্রের কিরণ । রমণীর স্থিরমূৰ্ত্তি, শাস্ত ছনয়ন, রক্ত জটাজুট ভার, রক্তিম বসন, দেখে বোধ হয় যেন কানন-ঈশ্বরী বনদেবী, বসি এই সরোবর-তীরে, আপন অনন্ত রাজ্য করিছে দর্শন । এইরূপে কিছুক্ষণ বসি তপস্বিনী চিন্তাকুল মনে, পুনঃ ফিরিলা মন্দিরে কোমল চরণে | পদপঙ্কজ পরশে নমিল না প্রাঙ্গণের গুমি দুৰ্ব্বাদল । বৰিল আনন্দে দুৰ্ব্ব কৌমুদী-সাগরে শিশিরাশ্র, প্রক্ষালিয়া পাদপদ্ম । সেই পবিত্র চরণামৃত করিলেক পান আনন্দে বক্ষুধা । বাম পশিয়া মন্দিরে বীরেক্সের শয্যা-প্রাস্তে বসিলা নীরবে । নিজিত যুবক, কিন্তু নিজার সাগরে নাহি শাস্তি,--বহিতেছে কুস্বপ্ন-ঝটিকা । কুঞ্চিত জযুগ ; নেত্রে অশ্রু বিগলিত ; বিষাদ-কালিমা-মুন্ন বদনমণ্ডল ; ঘন ঘন শ্বাস ; শ্বেদনিষিক্ত ললাট । গৌরব-বিকাশ সেই ললাট হইতে স্বেদবিন্দু, তপস্বিনী বসম অঞ্চলে