পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী ।

  • মলিন বদন আহা ! মলিন বসন, মলিন রূপের আভা মলিন বরণ, চন্দ্রমুখ হইয়াছে কালির বরণ, এতই নিষ্ঠুর কি হে বিধাতার মন!

ఏ 翻 দেবের হুলভ এই কুসুম রতন, মুনির মানস টলে ধরিতে গলায়। দিন দিন বিমলিন শুকায় এখন,— খুশছে অন্তরে কীট কে রাগে ইহায় ? - 3 * • অরণ্য-কুমুম-প্রায় ফুটিয়া কুস্থলে, সৌরভে পূরেছে দেশ যৌবনের ভরে ; নাহি অলি আর কেবা বিরাজিবে দলে, অলি বিনা কমলের কে মুদির করে ? > à নিশ্বাস মনের ভাব কৰিছে প্রকাশ, কি ভাব সে দুঃখী বিনা কে বলিতে পারে ? বহিছে সঘনে যেন নিদাঘবাতাস, পুড়িয়া বাধুলীদল,—ধিক বিধাতারে । ১২ নিরাশার কাল মূৰ্ত্তি স্থাপিয়া অন্তরে, অশ্রুজলে প্রক্ষালিছেপ্তাহীর চরণ। সংসারের মুখ যত প্রদানে দু করে, অবশেষে দিবে বুঝি আহুতি জীবন। 也》